দেবহাটার পাঁচ ইউনিয়ন পরিষদে করোনা’র ভ্যাকসিন প্রদান
নিজস্ব প্রতিনিধি:
দেশব্যাপী চলমান গণটিকা কার্যক্রমের অংশ হিসেবে দেবহাটা উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদেও সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে সাধারণ মানুষকে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেয়া হয়েছে। শনিবার সকাল থেকে উপজেলার কুলিয়া, পারুলিয়া, সখিপুর, নওয়াপাড়া ও দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের তিনটি ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে ৬শত করে মোট ৩ হাজার ব্যাক্তিকে প্রথম ডোজের ভ্যাকসিন দেয়া হয়। গণটিকা কার্যক্রম চলাকালীন এসব টিকাকেন্দ্র পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল লতিফ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নেতৃবৃন্দরা। সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম ও কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলামের উপস্থিতি ও সার্বিক ব্যবস্থাপনায় প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে গণটিকা কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন হয়।