শ্যামনগরে বিনামূল্যে বিনা-১০ ধানের বীজ বিতরণ
শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগরে অতি বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ ২শত ৫০ জন কৃষক দের পুনর্বাসনের জন্য বিনা উদ্ভাবিত আমন ধানের বিনা মূল্যে বীজ বিতরণ করা হয়েছে। ৪ আগষ্ট (বুধবার) দুপুর ১২ টায় উপজেলা কৃষি অফিসার কার্যালয়ের মিলনায়তনে ইউএনও আ,ন,ম আবুজর গিফারীর সভাপতিত্বে বীজ বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মোবাইল ভারচুয়্যাল এর মাধ্যমে প্রধান অতিথি বিনা-ময়মনসিংহ মহা-পরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম, বিশেষ অতিথি খুলনা অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ জি,এম এ গফুর, সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক কৃষিবিদ মোঃ নুরল ইসলাম,শ্যামনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, কৃষিবিদ খালিদ সাইফুল্লাহ, কৃষিবিদ ড. বাবুল আক্তার, উপজেল কৃষি অফিসার এস,এম, এনামুল ইসলাম প্রমূখ। বাংলাদেশ পরামাণু কৃষি গবেষনা ইনষ্টিটিউট (বিনা- উপকেন্দ্র সাতক্ষীরা) এবং সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ এর আয়জনে ২শত ৫০ জন কৃষক দের মাঝে প্রত্যেকে ৪ কেজি করে বিনা মূল্যে বিনা- ১০ ধান বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেণ শ্যামনগর উপজেলা উপ সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা জিয়াউল হক জিয়া।
Please follow and like us: