কলারোয়া সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশকালে ৪ নারীসহ আটক ৫
কামরুল হাসানঃ
কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে ৪ নারীসহ ৫ জনকে আটক করেছে। সোমবার (২৬ জুলাই) সকালে মাদরা সীমান্তে ২ জন ও পার্শ্ববর্তী তলুইগাছা সীমান্ত থেকে ৩ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- খুলনার তেরখাদা উপজেলার লস্করপুর গ্রামের কদম চাকতি, ফুলতলা উপজেলার জগনীপাশা গ্রামের লাভলি, মাগুরার শালিখা উপজেলার ছান্দরা গ্রামের আরিফা খাতুন, মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের মর্জিনা, গাজীপুরের টুঙ্গি মডেল থানাধীন টুঙ্গি বউবাজার এলাকার নাসরিন।
আটকদের মধ্যে ৩ জনকে সোনাবাড়িয়া স্কুলে অস্থায়ীভাবে স্থাপনকৃত কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অপর ২ জনকে কলারোয়া থানায় সোপর্দ করেছে
বিজিবি।
সাতক্ষীরা, ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আল-মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, ‘লকডাউন চলাকালীন এ পর্যন্ত অবৈধভাবে ভারত থেকে গমণ ও প্রবেশের অপরাধে ১১১ জনকে আটক করে আইনের আওতায় সোপর্দ করা হয়েছে।