সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় সর্বশেষ ফলাফলে গত ২৪ ঘন্টায় ৩২৪জনের শরীরে নমুনা পরীক্ষায় ৩৪জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা পরীক্ষা বিবেচনায় হার ১০.৪৯শতাংশ।এনিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ৪ হাজার ৬ শ ১১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৩শত ৪৫জন। বর্তমানে সাতক্ষীরা জেলায় করোনা পজেটিভ রুগীর সংখ্যা ১ হাজার ১শ ৮৭জন।এখনো পর্যন্ত জেলায় মোট নমুনা পরিক্ষা করা হয়েছে ১৮ হাজার ৪শ ৫২ জনের।
এদের মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে ২৬৯ জন এদের মধ্যে ১৯ জনের করোনা পজেটিভ। আর বাকিরা তাদের নিজ বাড়ি থেকে চিকিৎসা নিচ্ছে।
এদিকে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকল কলেজ হাসপাতালে ৮ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৪শ ৪০ জন।
গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় আক্রান্ত ১ জন মারা গেছে। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু বরণ করেছে ৭৯জন।
এদিকে ২য় দফা লকডাউনের আজ শেষ দিন চলছে।আজও সাতক্ষীরার মোড়ে মোড়ে পুলিশের চেকপোষ্ট দেখা গেলে ও মানুষের যাতায়াত ছিল স্বাভাবিক।পরিবহন গুলো বন্ধ থাকতে দেখা গেলেও চলছে মোটরসাইকেল, ইজিবাইক,ভ্যান ও মহিন্দ্র।প্রতিদিনের ন্যায় আজও বাজারে লক্ষ করা গেছে মানুষের ভিড়।
লকডাউন শেষ হলেও মানুষের স্বাস্থ্য সচেতন হওয়ার জন্য আহ্বান করেছেন জেলা সিভিল সার্জন।