ঈ‌দের পরের ক‌ঠোর লকডাউন যেমন হবে

নিউজ ডেস্ক:

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ঈদুল আজহার পরও দুই সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার।

মঙ্গলবার দুপুরে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদের পর ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত পুনরায় কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

জানা গেছে, এসময় সড়ক, রেল ও নৌপথে গণপরিবহনসহ সব ধরনের যন্ত্রচালিত যানবাহন৷ বন্ধ থাকবে। চল‌বে না অভ্যন্তরীণ বিমান।

শপিং মল, মার্কেটসহ সব দোকানপাট, পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকে‌বে। জনসমাবেশ হয়- এ ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান নিষিদ্ধ থাকবে।

লকডাউন চলাকালে অতি জরুরি প্রয়োজন যেমন, ওষুধ-নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয়, চিকিৎসাসেবা, মৃতদেহ দাফন বা সৎকার ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবে না।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)