শ্যামনগরের গ্রাম পুলিশের ওপর হামলার প্রধান আসামি সাতক্ষীরা সদর থেকে গ্রেপ্তার

শ্যামনগর প্রতিনিধিঃ
শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজারে গত ৭ জুন ২০২১ তারিখে  সকাল ১০ টায় ভেটখালী ব্রীজের উপর ইমামুল হক গ্রাম পুলিশ ডিউটি করতে থাকে ৷ সবাইকে মুখে মাস্ক লাগানোর কথা বলেন ৷ তারানীপুর গ্রামের লস্কার শেখের পুত্র সবুর ওরফে গরু সবুরকে মুখে মাস্ক লাগানোর কথা বলেন ইমামুল হক গ্রাম পুলিশ ৷ সবুর ক্ষিপ্ত হয়ে বলে আমাকে চিনিস?  এক দু কথায় বাগবিতণ্ডা শুরু হয় ৷ তখন সবুর ইমামুল হক গ্রাম পুলিশের মারতে থাকে ৷ তখন ইমামুল হক গ্রাম পুলিশ অন্য গ্রাম পুলিশকে ডাকলে তারা এসে সবুরের সাথে হাতাহাতি হয় ৷ পরে সবুর ফোন করে তার ছেলেদের ডাকে এবং ইমামুল হক গ্রাম পুলিশকে বাজারের ভিতর দিয়ে তাড়িয়ে নিয়ে যায় এবং ইমামুল হক গ্রাম পুলিশ পালাতে গিয়ে পড়ে যায়৷  তখন সবুর ও তার ছেলেরা বেদম মারপিট করতে থাকে ৷ এবং সরকার কর্তৃক দেওয়া ইউনিফর্ম ছিড়ে ফেলে ৷ তখন কোন রকমে তাদের হাত থেকে ছাড়িয়ে একবাড়ীতে পালিয়ে রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আল মামুনের কাছে ফোন দেয় ৷ চেয়ারম্যান আরও চৌকিদার সহ দফাদার পাঠিয়ে তাকে উদ্ধার করেন৷ এ বিষয়ে ইমামুল নিজ বাদী হয়ে ৮ জুন ২০২১ তারিখে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেন ৷ মামলা নং ৬/২১৭ ৷ গোপন সংবাদের ভিত্তিত্বে শ্যামনগর থানা পুলিশ এসআই সানির নেতৃত্বে, একটি ফোর্স সাতক্ষীরা ইসলামিক হাসপাতাল থেকে মামলার প্রধান আসামি তারানীপুর গ্রামের লস্কার শেখের পুত্র  সবুর শেখকে আটক করেন ৷
এখনও ৪ চারজন আসামি পলাতক রয়েছে ৷ শ্যামনগর থানা পুলিশ এসআই সানি বলেন, ১১ জুন ২০২১ তারিখ দুপুর ১ টার সময় গোপন সংবাদের ভিত্তিত্বে সাতক্ষীরা ইসলামিক হাসপাতাল থেকে মামলার প্রধান আসামি তারানীপুর গ্রামের লস্কার শেখের পুত্র সবুর শেখকে আটক করতে সক্ষম হয়েছি ৷ বিকাল ৩টায় সাতক্ষীরা জেলা হাজতে প্রেরন করা হয়েছে এবং অন্য আসামিদের ধরার চেষ্টা চলছে ৷
Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)