৬০ কোটির বাংলো কিনলেন অজয়-কাজল:বলিউডে নতুন বাড়ি কেনার হিড়িক
বিনোদন ডেস্ক:
ভারতে করোনা পরিস্থিতিতে একদিকে যখন হাহাকার তখন বলিউড সেলিব্রেটিদের নতুন বাড়ি কেনায় বিনিয়োগ চলছেই। জাহ্নবী কাপুর, অর্জুন কাপুর, হৃতিক রোশন, আলিয়া ভাট ও অমিতাভ বচ্চনের পর এবার বিলাসবহুল বাড়ি কেনার তালিকায় জুড়লো অজয় দেবগনের নামও।
মুম্বাইয়ের জুহুতে ৬০ কোটি টাকা দিয়ে নতুন বাড়ি কিনেছেন অজয়। ৫৯০ স্কোয়ার ইয়ার্ডের অজয়ের নতুন বাংলো তার পুরোনো বাড়ি ‘শক্তি’ এর কাছাকাছিই।
গত বছর থেকেই নতুন বাড়ির সন্ধানে ছিলেন অজয় ও কাজল। পরে নভেম্বরেই এই ডিল ফাইনাল হয়। সব প্রক্রিয়া শেষে অবশেষে চলতি বছরের এপ্রিল মাসে অজয় ও তার মায়ের নামে নথিভুক্ত ঐ বাংলো। সব মিলিয়ে নতুন বাংলোর সাজগোজে এখন ব্যস্ত বলিউডের এই দম্পতি।
Please follow and like us: