খুলনা কয়রা উপকূলীয গ্রামবাসীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বন্যা কবলিত ক্ষতি হওয়া বাঁধ মেরামত করলেন — এমপি বাবু
আব্দুর রশিদ বাচ্চু, খুলনা ।।
প্রলয়ংকারী ঘূর্ণিঝড় আইলার অভিজ্ঞতার প্রেক্ষিতে ত্রাণ নয় টেকসই বেড়ীবাঁধ নির্মাণের দাবি ক্রমেই জোরালো হচ্ছে। ৬দিনেও মেরামত হয়নি ভেঙে যাওয়া বাঁধ, সহায় সম্বলহীন মানুষের মানবতার জীবন যাপন।উপকূলীয় কয়রায় ঘূর্ণিঝড় ইয়াস দুর্গত এলাকা পরিদর্শনকালে স্থানীয় সাংসদ ও প্রশাসনের কাছে এমনই দাবি করছেন এলাকার সর্বস্তরের মানুষ। দুর্গতদের পুনর্বাসনে মঙ্গলবার স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু উপজেলার সবচেয়ে স্পর্শ কাতর ভাঙ্গন কবলিত দশালিয়া বাঁধে পৌঁছলে স্বেচ্ছাশ্রমে বাঁধে কাজ করা হাজার হাজার গ্রামবাসী স্থানীয় সংসদকে ঘিরে টেঁকসই বাঁধের জোরালো দাবি তুলে।
এ সময় সংসদ সদস্য তাদেরকে দ্রুত টেকসই বাঁধের আশ্বস্ত করে সাংসদ গ্রামবাসীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাধ মেরামতে অংশ নেন। এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে টেকসই বেড়িবাঁধ নির্মাণের প্রসঙ্গ। উপজেলার দশালিয়ার বাঁধ ভেঙে মহারাজপুর
ইউনিয়নের ৩৫ টি গ্রামের মধ্যে ১৫ টি গ্রাম পানিতে তলিয়ে আছে, ঘরবাড়ি সহায়-সম্বল হারিয়ে তারা অমানবিক জীবন যাপন করছে। ত্রাণ সামগ্রী বলতে গত ছয় দিনে ৫০ বস্তা শুকনো খাবার ছাড়া আর কিছু জোটে নি, তিনি বলেন শুনেছি উপজেলা পরিষদ থেকে ১ টন চাল ও ২৫ হাজার টাকা দেয়া হয়েছে কিন্তু আমি সেটা পায়নি। তিনি ও ত্রাণ নয় টেকসই বাঁধের দাবী করেন। মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন লাভলু বলেন, ইউনিয়নে ৩৬ টি গ্রামের মধ্যে ২৫ গ্রাম পানিতে প্লাবিত রয়েছে, সহায়-সম্বল হারিয়ে মানুষ মানবতার জীবনযাপন করছে। গ্রামবাসীদের নিয়ে স্বেচ্ছাশ্রমে আমরা ভাঙা বাঁধ আটকাতে ৬ দিন যাবৎ চেষ্টা অব্যাহত রেখেছি, তিনি টেকসই বাঁধের দাবি করেন। টেকসই বাঁধের দাবি তুলে ধরেন উত্তর বেদকাশী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম।
সাতক্ষরীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদুর রহমান বলেন,কয়রায় ঘূর্ণিঝড় ইয়াসে পায় ৫ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে আংশিক ক্ষতি প্রায় ১৫ কিলোমিটার। ক্ষতিগ্রস্ত স্থানে বাঁধ মেরামতের জন্য জাইকা ও পানি উন্নয়ন বোর্ডের টেন্ডার আহবান করা হয়েছে। যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ শুরু করা হবে। বর্তমানে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বাঁধ মেরামতের সরঞ্জামাদি বাঁশ, জিও ব্যাগ, সিনথেটিক ব্যাগ, দড়ি, পেরেক দিয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মেরামত কাজ অব্যাহত আছে। গত ২৮ মে ৫ টি পয়েন্ট ভেঙে যাওয়া বেঁড়িবাধ মেরামত করা হয়েছে।বাকি গুলো মেরামতের কাজ চলমান আছে৷
স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু বলেন, ষাটের দশকে নির্মিত বাঁধ গুলো দীর্ঘ দিন সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অনেক স্থানেই কোন ভাবেই জোয়ারের পানির চাপ সহ্য করতে পারছে না। এজন্য সরকার টেকসই বাঁধ নির্মাণের মেগা প্রকল্প নিয়েছে। সেই কাজ শুরু হওয়ার আগে বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানসমূহ জরুরী ভিত্তিতে সংস্কারের জন্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা হয়। পানি সম্পদ উপমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। স্থানীয় জনগণও স্বতঃস্ফুূর্ত ভাবে বাঁধ সংস্কারে অংশ নিচ্ছে। সংস্কার কাজের অগ্রগতি দেখতে উপমন্ত্রী চলতি সপ্তাহে ওই এলাকায় আসবেন বলে তিনি জানান।প্লাবিত মানুষের জন্য ত্রাণ বিতরন অব্যাহত রয়েছে।
Please follow and like us: