কালিগঞ্জে শিশু ধর্ষন প্রচেষ্টা মামলার আসামি কর্তৃক মামলা তুলে নিতে বাদীকে হুমকি
নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে শিশু ধর্ষন প্রচেষ্টা মামলার আসামিরা মামলা তুলে নিতে বাদীকে হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেকব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কালিগঞ্জ উপজেলার কুমারখালী গ্রামের মৃত গণেশ তরফদারের ছেলে মিলন তরফদার এই অভিযোগ করেন ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, কালিগঞ্জ উপজেলার কুমারখালী গ্রামের ভূপেন্দ্র নাথ মন্ডলের ছেলে অ্যাডঃ সত্যরঞ্জন মন্ডল(৫০), একই গ্রামের হরিদাশ মিস্ত্রীর ছেলে শান্তি রঞ্জন মিস্ত্রী (৩৮), মৃত তারাপদ মল্লিকের ছেলে রনজিত মল্লিক (৬০), রনজিত মল্লিকের ছেলে অমিতাভ মল্লিক (৩৭) ও মৃত নিরাপদ মন্ডলের ছেলে হীরালাল মন্ডল (৪৫) পরসম্পদ লোভী, ভূমিদস্যু, নারী লোভী, সন্ত্রাসী ও দালাল-বাটপার প্রকৃতির লোক। হীরালাল মন্ডল ও অমিতাভ মল্লিক এক মাস পূর্বে আমার ৮ বছর বয়সি শিশু মেয়েকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। এঘটনায় আমি নিজে বাদি হয়ে ২৯ এপ্রিল কালিগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষনের চেষ্টা ও সহায়তার অপরাধে একটি মামলা দায়ের করি। পুলিশ মামলার এক
নং আসামি হীরালাল মন্ডলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। মিলন তরফদার অভিযোগ করে বলেন, জামিনে বাড়িতে এসে আসামি
হীরালাল মন্ডল ও পলাতক আসামি অমিতাভ সহ তার পরিবারের লোকজন অ্যাডঃ সত্যরঞ্জন মন্ডলের উষ্কানিতে মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি ধামকি অব্যহত থাকে। এতেও কাজ না হওয়ায় গত ১৬ মে রাতে অ্যাডঃ সত্যরঞ্জন মন্ডল কুমারখালী কালি মন্দিরে জরুরী সভা আছে বলে গ্রামের সবাইক ডাকে। আলোচনার শুরুতেই অ্যাডঃ সত্যরঞ্জন আমার
উপর চড়াও হয়ে ধর্ষন চেষ্টার মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করেন।
এসময় আমার পক্ষে আনন্দ মিস্ত্রী প্রতিবাদ করায় তাকে বেধড়ক মারপিট করে। ঠেকাতে গেলে তারা আমাকেও মারপিট করে। তিনি আরো বলেন, উল্লেখিত ঘটনার পর আমি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং থানায় একটি অভিযোগ দিলে তারা
আমার স্বাক্ষীদের মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানি করাসহ জীননাশের হুমকি প্রদান অব্যহত রেখেছে। সত্যরঞ্জন সুপ্রিম কোর্টের
আইনজীবী হওয়ায় দীর্ঘ ৪০ বছরের ভোগ দখলীয় বন্দবস্তকৃত জমি দখল,অবৈধভাবে বনায়নের গাছ কেটে বিক্রি ও এলাকার কয়েকজনের নামে ঢাকায় মিথ্যে মামলা দিয়ে হয়রানি বহু অপকর্ম করছে যার স্বাক্ষী
প্রমান আছে। ফলে আমি ও পরিবারের সদস্যরাসহ মামলার স্বাক্ষীরা
নিরাপত্তহীনতায় রয়েছে।
তিনি শিশু ধর্ষন প্রচেষ্টার মামলার আসামি কর্তৃক হুমকি-ধামকি বন্ধসহ আসামিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণে কালিগঞ্জ
থানার ওসি, সহকারি পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল ও সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা
করেন।