দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১৮ লাখের বেশি

নিউজ ডেস্ক:

দেশে এ পর্যন্ত সোয়া ১৮ লাখের বেশি মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। টিকার এই ডোজ গ্রহণকারীর সংখ্যা ১৮ লাখ ১৫ হাজার ৯৮৭। এর মধ্যে পুরুষ ১২ লাখ ৫ হাজার ৭৫৮ এবং নারী ৬ লাখ ১০ হাজার ২২৯ জন।

এদিকে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৫৭ লাখ ৬১ হাজার ৯০২ জন। এরমধ্যে ৩৫ লাখ ৭৩ হাজার ৪৪৬ জন পুরুষ এবং নারী ২১ লাখ ৮৮ হাজার ৪৫৬। এ ছাড়া বুধবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৭১ লাখ ৬৮ হাজার ৮০৯ জন মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ লাখ ৩৭ হাজার ৭৯৮ জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৮৮ হাজার ২ এবং নারী ৪৯ হাজার ৭৯৬ জন। আর প্রথম ডোজ নিয়েছেন ১৬ হাজার ৮১৭ জন। এরমধ্যে পুরুষ ১০ হাজার ২২৮ এবং নারী ৬ হাজার ৫৮৯ জন।

এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫ লাখ ৫২ হাজার ৫২৭ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ২ লাখ ৬৭ হাজার ৮১১ জন। ঢাকা বিভাগে প্রথম ডোজ নিয়েছেন ১৭ লাখ ৮৬ হাজার ৩১৭ ও ঢাকা মহানগরীতে নিয়েছেন ৯ লাখ ৮ হাজার ১২৩ জন।

ময়মনসিংহ বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮২ হাজার ৪৬৮ জন, প্রথম ডোজ গ্রহণ করেছেন ২ লাখ ৮৬ হাজার ৫০৬ জন। চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ লাখ ২ হাজার ২২ জন, প্রথম ডোজ গ্রহণ করেছেন ১১ লাখ ৬৬ হাজার ৪১৪ জন। রাজশাহী বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৯১ হাজার ৬৩৮ জন, প্রথম ডোজ ৬ লাখ ৫৮ হাজার ৪৬১ জন।

রংপুর বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৬৮ হাজার ১০৬ জন, প্রথম ডোজ ৫ লাখ ৯২ হাজার ২২৮ জন। খুলনা বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ১৫ হাজার ৩৭ জন, প্রথম ডোজ ৭ লাখ ২৫ হাজার ১৫৭ জন। বরিশাল বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮০ হাজার ৮৬৭ জন, প্রথম ডোজ ২ লাখ ৪৮ হাজার ৩৪৭ জন এবং সিলেট বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ২৩ হাজার ৩২২ জন, প্রথম ডোজ ২ লাখ ৯৮ হাজার ৪৭২ জন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওইদিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম টিকা নেয়ার ৬০ দিন পর ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়।

দেশে টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)