কলারোয়ায় সাংবাদিককে হত্যার হুমকিঃ থানায় ডায়েরি
কলারোয়া প্রতিনিধিঃ
কলারোয়ায় নৌকা প্রতীক পাওয়া আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে ভাড়াটিয়া এবং পৌরসভার বাইরে থেকে অধিক সংখ্যক লোক এনে প্রার্থী বদলের দাবিতে মানববন্ধন শিরোনামে সংবাদ প্রকাশে বীর মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক জাহাঙ্গীর আলম লিটনকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে।
এঘটনায় তিনি জীবনের নিরাপত্তা চেয়ে কলারোয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন। যার নং- ১৫১৬, তাং- ৩১.১২.২০২০। ডায়েরি সূত্রে জানা গেছে, আসন্ন কলারোয়া পৌরসভার নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনিরুজ্জামান বুলবুলকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। ওই মনোনয়ন বাতিলের দাবিতে মনোনয়ন বঞ্চিত একজন প্রার্থী ভাড়াটিয়া এবং পৌরসভার বাইরে হতে অধিক সংখ্যক লোক এনে প্রার্থী বদলের জন্য মানববন্ধন করে। এ ঘটনায় কলারোয়ার নাকিলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফারের পুত্র এশিয়ান টেলিভিশন ও দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার কলারোয়া প্রতিনিধি এবং অনলাইন নিউজ পেপার নিউজ অব কলারোয়ার সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ৩১ ডিসেম্বর ০১৭৩৪-৬৬৯০৮০ এই মোবাইল নাম্বার হতে তাকে জনি নামের একজন হত্যার হুমকি প্রদান করে। একইদিন ১৬:৫৭ ঘটিকায় ০১৭১২-১১০২২৮ মোবাইল ফোন ০১৭৭০-০৬৯৯৫৯ হতে নাম প্রকাশ না করে হত্যার হুমকি প্রদান করে এবং ১৭:০৭ ঘটিকায় মঙ্গোল নামের আরো একজন এই সংবাদ প্রকাশ করার জন্য প্রাণনাশের হুমকি দেয় এবং যেখানে পাবে সেই স্থানে মারধর করে হাত পা ভেঙ্গে দেওয়ার হুমকি প্রদান করে। এঘটনায় তিনি নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
Please follow and like us: