গণমাধ্যমে সংবাদ প্রকাশের জের এবার ৩মাসের সেই এতিম শিশুটির পাশে “মানবতার সিঁড়ি”
নিজস্ব প্রতিনিধি:
গণমাধ্যমে সংবাদ প্রকাশের জের এবার সাতক্ষীরা সদর উপজেলার ধূলিহর ইউনিয়নে দুধের বদলে ময়দা- মিশ্রী মেশানো পানি খেয়ে বেঁচে থাকা ৩মাসের সেই এতিম শিশু আবু হুরাইরা জিমের পাশে দাঁড়িয়েছেন প্রবাসীদের নিয়ে গঠিত সংগঠন “মানবতার সিঁড়ি” । গত শনিবার (১২ই ডিসেম্বর) ও রবিবার (১৩ই ডিসেম্বর) বিভিন্ন গণমাধ্যমে “দুধের বদলে ময়দা- মিশ্রী মেশানো পানি খায় ৩মাসের এতিম শিশু” শীর্ষক শিরোনামে সংবাদটি গুরুত্বের সাথে প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশিত হওয়ার সাথে সাথেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক সাড়া ফেলে। ওই সময় প্রবাসীদের নিয়ে সেচ্ছাসেবী সংগঠন “মানবতার সিঁড়ি” এতিম শিশুটির পাশে থাকবে বলে জানান। এরই সূত্রে সোমবার (২১শে ডিসেম্বর) বিকালে সদর উপজেলার ধূলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুরে অবস্থিত শিশুটির পরিবারের কাছে শিশুটির জন্য ১০ প্যাকেট গুড়া দুধ ও শীতবস্ত্র তুলে দিয়েছেন ‘মানবতার সিড়িঁ” সংগঠনের সদস্য তৌহিদুজ্জামান। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা, সাংবাদিক নাজমুল শাহাদাৎ (জাকির), মেহেদী হাসান শিমুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
Please follow and like us: