বিজয় দিবসে সাতক্ষীরার মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার সকালে সাতক্ষীরায় মুক্তিযোদ্ধারা বিজয় শোভাযাত্রার আয়োজন করে। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে ব্যানারসহ শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক শহীদ নাজমুল সরণী অতিক্রম করে শহীদ আব্দুর রাজ্জাক এর মাজারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে এবং শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মোশারফ হোসেন মশু, সাবেক উপজেলা ইউনিট কমান্ডার হাসানুল ইসলাম, খায়রুল বাসার, বদরুল ইসলাম খান, মোস্তফা নুরুল আলম, বিএম আব্দুর রাজ্জাক, হাসনে জাহিদ জজ, জিল্লুর রহমান, কার্তিক চন্দ্র, জিএম আব্দুল গফুর, মতিয়ার রহমান, মোঃ জালালউদ্দীন, আবু মূসা, রফিকুজ্জামান খোকন, মাহবুব, মিজানুর রহমান খোকন, শেখ তবিবুর রহমান শান্ত, অরুণ ব্যানার্জি, আব্দুস সাত্তার, আবু সালেহ, রেজাউল হক, আব্দুল গণি, মাহবুবুর রহমান, শুকুর আলী, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক মুনসুর রহমান, পৌর বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক আশরাফ সরদার, জাসদ নেতা আব্দুল্লাহ সরদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।