ভারতে রহস্যজনক রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ৩০০ জন
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের অন্ধ্র প্রদেশে রহস্যজনক এক রোগের দেখা দিয়েছে। এই রোগে আক্রান্ত হয়ে এক সপ্তাহের মধ্যে অন্তত ৩০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একজন মারা গেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, রাজ্যের পশ্চিম গোদাবরি জেলার ইলুরু শহরে এ ঘটনা ঘটেছে। ঠিক কী কারণে এত মানুষ অসুস্থ হচ্ছেন, সে বিষয়ে প্রশাসন থেকে তদন্তে নামা হয়েছে।
চিকিৎসকরা জানান, আক্রান্তরা অন্ধ্র প্রদেশের এলুরু এলাকার। বমি করতে করতে অজ্ঞান হয়ে পড়া এবং চেতনা হারিয়ে ফেলা রোগটির অন্যতম লক্ষণ।
রহস্যজনক এই রোগে আক্রান্তদের চিকিৎসার জন্য এলুরু সরকারি হাসপাতালে অনেকগুলো বেডের ব্যবস্থা করা হয়েছে। এমনিতেই করোনাভাইরাস মহামারি রুখতে হিমশিম খাচ্ছে ভারত। এর মধ্যে আসলো রহস্যজনক রোগের খবর।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই রোগে আক্রান্ত সবার করোনা পরীক্ষা করা হয়েছে। সবার রিপোর্ট নেগেটিভ এসেছে।
এলুরু সরকারি হাসপাতালের একজন মেডিক্যাল অফিসার ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, এই রোগে আক্রান্তদের মধ্যে বিশেষ ক্ষেত্রে শিশুদের চোখ জ্বালাপোড়া করে, হঠাৎ বমি শুরু করে দেয়। তাদের মধ্যে কেউ কেউ অজ্ঞান হয়ে পড়ে অথবা খিঁচুনি হয়। তবে আক্রান্তদের মধ্যে যারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন তারা সুস্থ হয়ে উঠেছেন এবং দ্রুতই হাসপাতাল থেকে ছাড় দেয়া হয়েছে।
অন্ধ্র প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী আল্লা কালি কৃষ্ণ শ্রীনীবাস জানিয়েছেন, রোগটি ভাইরাসবাহিত কিনা রক্ত পরীক্ষায় এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
তিনি বলেন, এই রোগে আক্রান্তদের এলাকা পরিদর্শন করেছে কর্মকর্তারা। পানি বা বায়ু দূষণের কারণে এমনটা হয়েছে বলে আমরা মনে করছি না। এটা অনেকটা রহস্যজনক অসুস্থতা। ল্যাবে পরীক্ষা নিরীক্ষাই কেবল এই রহস্য উন্মোচন করতে পারবে।
রাজ্যের ক্ষমতাশীন দলের বিরোধী তেলুগু দেসাম পার্টি এ ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছে। তাদের দাবি, দূষণের কারণেই অজ্ঞাত রোগটির দেখা দিয়েছে।