দরগাহপুরে জমি আছে ঘর নাই প্রকল্পের কাজ পরিদর্শন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার দরগাহপুরে জমি আছে ঘর নাই প্রকল্পের অধীন নির্মানাধীন গৃহের নির্মান কাজ পরিদর্শন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার কাজ পরিদর্শন করেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল নাগরিকে বাসস্থান নিশ্চিত করার লক্ষ্যে জমি আছে ঘর নাই এমন পরিবারকে গৃহ নির্মান করে দেওয়া এবং জমি নাই ঘর নাই এমন পরিবারকে খাস জমি প্রদান ও গৃহ নির্মান করে দেওয়ার ঘোষণা প্রদান করেন। এরই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় আশাশুনিতে জমি আছে ঘর নাই এমন পরিবারকে গৃহ নির্মান করে দেওয়া হচ্ছে। প্রকল্পের অধীন উপজেলার দরগাহপুর ইউনিয়নে নির্মানাধীন গৃহের কাজের অবস্থা সরেজমিন পরিদর্শন করেছেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।
একই সাথে তিনি “মুজিব বর্ষে গৃহহীন থাকবে না কেউ আর, আশ্রয়ণের অধিকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’” লক্ষ্যকে সামনে রেখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় সচিব শেখ ইউসুফ হারুন এর নিজস্ব অর্থায়নে জমি আছে ঘর নাই দরগাহপুর ইউনিয়নের এমন দু’টি দুস্থ পরিবারের জন্য নির্মিত দু’কক্ষ বিশিষ্ট ঘর এর নির্মান কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহান খান তার সাথে ছিলেন।