হারের সঙ্গে শাস্তিও জুটল রাজস্থান অধিনায়ক স্মিথের
স্পোর্টস ডেস্ক:
মঙ্গলবারের রাতটা রীতিমত দুঃস্বপ্নের কেটেছে স্টিভেন স্মিথের। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ব্যাট হাতে দলকে ভরসা দিতে পারেননি, অধিনায়ক হিসেবেও হারের স্বাদ নিতে হয়েছে তাকে।
এর মধ্যে পেলেন আবার নতুন দুঃসংবাদ। স্লো ওভার রেটের কারণে ১২ রাখ রুপি জরিমানা করা হয়েছে রাজস্থান অধিনায়ক স্মিথকে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৪ লাখ টাকা।
আইপিএলের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ‘আইপিএলের কোড অব কন্ডাক্টে স্লো ওভার রেটের দায়ে প্রথমবারের মতো অভিযুক্ত হয়েছে তার দল, ফলে স্মিথকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।’
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের ছুড়ে দেয়া ১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৬ রানেই গুটিয়ে যায় রাজস্থান রয়্যালস। হারে ৫৭ রানের বড় ব্যবধানে।
দলের অন্যতম ব্যাটিং ভরসা স্মিথ তিন নম্বরে নেমে ৭ বলে করেন মাত্র ৬ রান। এক জস বাটলার ছাড়া ব্যর্থতার পরিচয় দিয়েছেন বাকি ব্যাটসম্যানদের সবাই। ওপেনিংয়ে নামা বাটলার ৪৪ বলে ৭০ রানের ইনিংস খেলেন। তারপরও ইনিংসের ১১ বল বাকি থাকতে অলআউট হয় রাজস্থান।