আশাশুনিতে দু’টি মোবাইল কোর্টে ১২০০ টাকা জরিমানা

আশাশুনি উপজেলার বিভিন্ন স্থানে পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করে ৫টি মামলায় এক হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার আশাশুনি সদর ও শোভনালী ইউনিয়নে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা আশাশুনি সদর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন। করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে মাস্ক না পরায় তিনটি মামলায় এক ব্যবসায়ী, এক ক্রেতা ও দু’ পথচারীকে দন্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারায় প্রত্যেককে ২০০ টাকা করে ৮০০ জরিমানা করা হয়। বাজারে আগত সকল ক্রেতা ও বিক্রেতাকে মাস্ক পরা ও সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য সচেতন করা হয়।

এদিন বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা শোভনালীতে মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টে দু’টি মামলায় শোভনালী গ্রামের মুদি ব্যবসায়ী মোখলেছুর রহমান ও চাম্পাফুল স্কুল বাজারে বিকাশ স্টোরের মালিক উৎপলকে একই ধারায় ২০০ টাকা করে ৪০০ টাকা জরিমানা করেন।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)