ভারতের দুই রাজ্যের মধ্যেই চলছে সীমান্ত নিয়ে বিরোধ

সীমান্তবর্তী দেশ চীন-নেপালের সঙ্গে সীমান্ত নিয়ে বিরোধ চলছে ভারতের। তাদের সঙ্গে বিবাদ আশ্চর্যজনক নয়। তবে ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যেও বহু বছর ধরে চলে আসছে এমন সীমান্ত বিরোধ। যেমন রাজস্থান ও গুজরাটের মধ্যে দীর্ঘ ৬৫ বছর ধরে সীমান্ত নিয়ে বিরোধ চলছে৷

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮‘র প্রতিবেদন থেকে জানা গেছে, উদয়পুরের মান্ডোয়া থানার অন্তর্গত ঝাঞ্ঝর গ্রামের প্রায় ২০০ বিঘা জমি নিয়ে এ বিরোধ চলছে দুই প্রতিবেশী রাজ্যের মধ্যে৷

গত ছয় দশকে সরকারিভাবে বহুবার এ বিরোধ মেটানোর চেষ্টা হয়েছে। কিন্তু তাতে এখন পর্যন্ত কোনো লাভ হয়নি৷ বরং ২০১৪ সালে দুই রাজ্যের কৃষকদের মধ্যে এ নিয়ে মারামারিও বেঁধে গিয়েছিলো।

মান্ডোয়ার কৃষকরা ও গুজরাটের গবরিফলা গ্রামের কৃষকরা জমিটিকে নিজেদের দাবি করছেন৷ এই নিয়ে বিবাদ চলছে ১৯৫৫ সাল থেকে। তবে এই বিবাদ শুধু কৃষকদের মধ্যেই আটকে নেই, এতে জড়িয়ে পড়েছে দুই রাজ্যও। দুই রাজ্যেরই দাবি, ওই জমি তাদের৷ দুটি রাজ্যই তাদের রাজস্ব নথিতে ওই ২০০ বিঘা জমি অন্তর্ভুক্ত করেছে৷

তবে দীর্ঘদিনের এই বিবাদ মেটাতে সম্প্রতি দুই রাজ্য আবারো সচেষ্ট হয়েছে৷ ২২ থেকে ৩০ জুন পর্যন্ত রাজস্থান ও গুজরাটের সরকারি কর্মকর্তারা জরিপ করে ওই জমির মালিকানা বিরোধ মেটানোর চেষ্টা করবেন। এবার এই ঝামেলা মিটবে কি না তাই দেখার বিষয়।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)