কুষ্টিয়ায় করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত ৩৭
কুষ্টিয়ায় একদিনে সর্বোচ্চ ৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্ত হয়েছেন ৩৮৪ জন। রোববার রাতে সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২৪ ঘণ্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২২১টি নমুনা পরীক্ষায় ৩৭ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ২১ জনই কুষ্টিয়া জেলার।
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত কুষ্টিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৮৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৯৭ জন। মারা গেছেন তিনজন।
Please follow and like us: