আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই ও থার্মাল মিটার হস্তান্তর

আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই ও থার্মাল মিটার হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এ সামগ্রী হস্তান্তর করা হয়।

আশাশুনি উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মীর আলিফ রেজা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য খুবই প্রয়োজনীয় ১০ সেট পিপিই ও ১টি থার্মাল মিটার প্রদান করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণ সরকার এসব সামগ্রী গ্রহণ করেন। এসময় উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম বলেন, করোনা ভাইরাসকে সামনে থেকে যারা সরাসরি মাঠে কাজ করছেন সেই চিকিৎসক ও কর্তব্যরত দায়িত্বশীল ব্যক্তিরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ ও রোগীদের সেবা দিতে পারেন, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত সজাগ ও আন্তরিক। আমরা সরকারের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করে যাচ্ছি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার সেবার মান বৃদ্ধিতে যেভাবে পরিশ্রম করে যাচ্ছেন, হাসপাতালের পরিবেশও সকলকে মুগ্ধ করেছে। আমি বিশ্বাস করি ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে। এ সময় পিআইও সোহাগ খান, উপজেলা আওয়াামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী সামছুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)