সাতক্ষীরায় যৌতুকের টাকা না দেয়ায় গৃহবধূকে নির্যাতন
সাতক্ষীরায় যৌতুকের টাকা না পেয়ে এক গৃহবধূকে অমানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে পাশন্ড স্বামী ও তার ভাইপোর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত ১৯/০৬/২০ তারিখ রাত ১০টায় সদরের জোড়দিয়ার ঘোড়ামারা বিল এলাকায়। নির্যাতনের স্বীকার গৃহবধূর নাম জেসমিন বেগম। সে জোড়দিয়া মধ্যপাড়া গ্রামের মোক্তার আলীর কন্যা। ঘটনা সূত্রে জানা যায় প্রায় দশ বছর আগে জোড়দিয়া গ্রামের মৃত ওজিয়ার সরদারের পুত্র মো.জিয়ারুল ইসলামের (৪০)সাথে নির্যাতনের স্বীকার জেসমিন এর বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্বামী প্রায়ই মারধর করতো। যে কারনে নিরোপয় হয়ে জেসমিনের পিতা মোক্তার আলী জামাতা জিয়ারুলকে যৌতুক বাবদ ৫০ হাজার টাকা দেওয়ার কিছুদিন পরে আবারও টাকার জন্য নির্যাতন করে বাড়ি হতে তাড়িয়ে দেয় জেসমিনকে।
জেসমিন জানান প্রায় ৪ মাস পরে গত ১৯/০৬/২০ তারিখে কৌশলে গোড়ামারার বিলে রাত ১০ টায় ঘেরের বাসায় আমার স্বামী আমাকে ডেকে নিয়ে সে এবং তার ভাইপো মো.মামুনসহ অজ্ঞাতরা দা ও বাশের লাঠি দিয়ে অমানসিক নির্যাতন করে হাটু ও কোমর এবং মুখ রক্তাক্ত জখম করে। এবং গলায় থাকা ১ ভরি ওজনের চেইন ছিড়িয়া নেই। চিৎকার শুনে এলাকাবাসী আমাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
সংবাদকর্মীরা সাতক্ষীরা সদর হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গেলে জেসমিনের পিতা মোক্তার আলী জানান যৌতুকের জন্য প্রায়ই আমার মেয়েকে জিয়ারুল নির্যাতন করতো। তারা আমার মেয়েকে হত্যার উদ্দেশ্যে ডেকে নিয়ে নির্যাতন করেছে। আমি এর সঠিক বিচার চাই। এঘটনায় সাতক্ষীরা সদর থানায় ভূক্তভোগীর পিতা একটি অভিযোগ দায়ের করেছেন।
Please follow and like us: