দেবহাটায় কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ
সাতক্ষীরার দেবহাটাতে খরিপ-১/২০১৯-২০ মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে ধানবীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১০ টায় দেবহাটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ব্রিধান-৪৮ বীজ ৫ কেজি, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।
দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল গণি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব।
এসময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শওকত ওসমানসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে শাহজান আলী মোস্তফা হান্নান, মনিরুল ইসলাম, আহম্মদ সাঈদ, আফজাল হোসেন, জাহিদ হোসেন, আবুল কালাম উপস্থিত ছিলেন।