কালিগঞ্জের পল্লীতে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন অপরাধে ২৬ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরা জেলার কালিগঞ্জের পল্লীতে পাঁজায় কাঠ দিয়ে ইট পোড়ানো সহ পৃথক অপরাধে ভ্রাম্যমান আদালতে ৩ জনকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৩ ই এপ্রিল) বেলা ১ টায় উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মৃত মহিউদ্দীন খাঁনের পুত্র আব্দুল গনি খাঁন কাঠ দিয়ে পাঁজায় ইট পোড়ানোকালে উপস্থিত হন কালিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের চৌকস নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত উদ্দিন।

এসময় খেজুরের কাঠসহ বিভিন্ন গাছের কাঠ দিয়ে ইট পোড়ানো ও কাঠ মজুদ রাখার অপরাধে আইন মোতাবেক পাঁজার মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেন। একইদিনে কালিগঞ্জ উপজেলার চান্দুলিয়া মোড়ে চায়ের দোকান খোলা রাখায় রাম প্রসাদ সরকারকে ৫শ টাকা ও মটর বাইকে দুইজন থাকায় এক যাতীকে ৫শ টাকা অর্থদণ্ড দেয়া হয়। আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার উপ পরিদর্শক গোবিন্দ কুমার ও সঙ্গীয় ফোর্স।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)