আশাশুনির খোলপেটুয়া ভেড়ী বাঁধের ভাঙ্গন আটকানো হলো
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কোলায় খোলপেটুয়া নদীর প্রবল স্রোতে পানি উন্নয়ন বোর্ডের ভেঙ্গে যাওয়া ভেড়ী বাঁধ আটকানো হয়েছে। রবিবার সন্ধ্যায় বাঁধটি আটকানোর কাজ শেষ হয়।
প্রবল জোয়ারের পানির চাপে শুক্রবার মধ্যরাতে খোলপেটুয়া নদীর বেঁড়িবাধ ভেঙে চারটি গ্রাম প্লাবিত হয়েছিল। প্রায় দেড় হাজার বিঘা মৎস্য ঘের পানিতে তলিয়ে যায়। প্রতাপনগর ইউনিয়নের কোলা ও হিজলিয়া এবং শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা ও হাজরাখালী গ্রামের আংশিক প্লাবিত হয়। রবিবার সকালে শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল ও প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেনের নেতৃত্বে শ্রীউলা ইউনিয়ন থেকে ৫ শতাধিক লোক একত্রিত হয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ রক্ষার কাজ করেন। কাজের মনিটরিং করেন ইউপি আবু হেনা সাকিল। বাঁধের কাজ সম্পুর্ণ হওয়ায় এলাকার মানুষ আপাতত হাফ ছেড়ে বাচার স্বপ্ন দেখছে।