বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সাতক্ষীরা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সাতক্ষীরা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাতক্ষীরা সদর সার্বজনীন পূজা মন্দিরে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা হিন্দু মহাজোটের ভারপ্রাপ্ত আহবায়ক ডাঃ অসীম বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডাঃ এম কে রায়। সম্মানিত অতিথি ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, বাংলাদেশ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডাঃ কাজল কর্মকার। উদ্বোধক ছিলেন, জেলা মন্দির সমিতির সাংগঠনিক সম্পাদক প্রাণ নাথ দাশ। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির মহিলা সম্পাদিকা এড. প্রতিভা বাগচি।
সদস্য সচিব মিহির কান্তি সরকারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা সদর সাবর্জনীন পুজা মন্দিরের সভাপতি গৌর দত্ত, কেন্দ্রীয় হিন্দু যুব মহাজোটের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার মাহাতো, কালিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন, মেম্বর অমৃত কুমার সানা, দেবাশিষ সরকার, ভবরঞ্জন সরকার, সুদীপ্ত বাইন, সন্দ্বিপ বর্মন, দিপংকর মন্ডল।
এসময় বক্তারা বলেন, হিন্দু মহাজোট সনাতন ধর্মালম্বীদের অধিকার আদায়ের সংগঠন। এখানে কোন ভেদাভেদ নেই। সকল সনাতন ধর্মালম্বীরা এই সংগঠনের সুবিধা পাবেন। সে কারণে সকলকে ভেদাভেদ ভুলে হিন্দু মহাজোটের ছায়াতলে আহ্বান জানান বক্তারা। সম্মেলনে সর্ব সম্মতিক্রমে প্রাণ নাথ দাশকে সভাপতি, মিহির কান্তি সরকারকে সাধারণ সম্পাদক ও অজয় দাশকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৩১ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়।