শ্যামনগরে ঝুঁকিপূর্ণ নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব
জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চল শ্যামনগর বেশি ঝুঁকিপূর্ণ। যেখানে নদী ভাঙ্গন, লবনাক্ততা বৃদ্ধি, সুপেয় পানি সংকট,কর্মসংস্থান হ্রাস সহ প্রাকৃতিক দূর্যোগের সাথে সংগ্রাম করে এলাকার মানুষের টিকে থাকতে হয়। উকুলীয় এলাকার স্ব চিত্র দেখার লক্ষে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মহদয়ের আগমনে শ্যামনগরের মাননীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার ও উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি অালহাজ্ব অাকবর কবীর, প্রভাষক বাবুলাল বিশ্বাস ,আগত অতিথি মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাতের পর শ্যামনগরের নদী ভাঙ্গনের সমস্যা তুলে ধরেন।
২৬ অক্টোবর শনিবার সকাল ১০টা থেকে বুড়িগোয়ালিনী, দাতিনাখালি, দুর্গাবাটি, গাবুরা, কয়রার বেদকাশী ইউনিয়নসহ কয়েকটি ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার। সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন, নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার ভূমি নাহিদ হাসান খান, গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম মাসুদুল আলম, ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন শেষে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দ্রুত কাজ করার সম্পন্ন করার নির্দেশ দেন।