কেশবপুরে মধুসূদন গোল্ডকাপ ফুটবলে তরুণ স্মৃতি সংসদের সহজ জয়
যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শনিবার বিকালে কেশবপুর সরকারী ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত মহাকবি মাইকেল মধুসূদন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় রাউন্ডের ৩য় খেলায় তরুণ স্মৃতি সংসদ ৪-০ গোলে কেশবপুর প্রভাতী স্পোটিং ক্লাবকে পরাজিত করে সহজ জয়লাভ করে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে খেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার শিকদার, পল্লী বিদ্যুতের ডিজিএম আবু আনাস মোঃ নাসের, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও নিধি স্পোটিং ক্লাবের চেয়ারম্যান জয় সাহা, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, পৌর আওয়ামী লীগনেতা আলতাফ হোসেন বিশ্বাস, মাওঃ আব্দুল খালেক, উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু, উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আহ্বায়ক সবুজ হোসেন নিরব প্রমুখ।
খেলায় ধারা বর্ননায় ছিলেন শেখ রেজাউল ইসলাম, মহির উদ্দীন মাহী ও কামরুজ্জামান বুলু। খেলায় নিধি স্পোটিং ক্লাবের সৌজন্যে বিজয়ী দলের খেলোয়ার এনামুলকে ম্যান অব দ্যা ম্যাচ, কৃতি খেলোয়ার শরিফুল ও মহানন্দকে পুরস্কার প্রদান করা হয়।