কলারোয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলারোয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। রোববার উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির মধ্যে ছিলো র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।
উপজেলা অডিটোরিয়ামে উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহান। অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মহাসীন আলি, সমবায় কর্মকর্তা নওশের আলি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারজ্জামান জিল্লু, উপজেলা সাংবাদিক পরিষদের সভাপতি আসাদুজ্জামান আসাদ, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এমএ সাজেদ, শিশু ল্যাবরেটরী স্কুলের প্রধান শিক্ষক ইমদাদুল হক, শিক্ষক শাহ আলম, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। আলোচনা সভা শেষে শিশুদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।