কলারোয়ায় ফলদ বৃক্ষ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
‘পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়া উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ই আগষ্ট) বিকেল ৪ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মহাসীন আলীর সভাপতিত্বে ফলদ বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহ নেওয়াজের। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, সমবায় কর্মকর্তা নওশের আলী, মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ ঠাকুর, কৃষি উপ-সহকারী গোলাম রসুল, তাপস কুমার রায়, আবির হোসেন প্রমুখ।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা ফলদ বৃক্ষের বিভিন্ন উপকারী দিক সম্পর্কে নানা তথ্য উপাত্ত তুলে ধরেন। একটি বৃক্ষ আমাদের অক্সিজেন প্রদান করে। ‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা, দিন বদলের বাংলাদেশ ফলদ বৃক্ষে ভরবো দেশ, দেশি ফলের করবো চাষ, সুখে থাকবো বার মাস’ এ ধরনের বিভিন্ন শ্লোগানের মাধ্যমে ফলদ বৃক্ষ মেলার বৈশিষ্ট্য তুলে ধরেন। আলোচনা শেষে মেলায় অংশগ্রহণকারী ষ্টল মালিকদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। মেলায় বিভিন্ন উপজেলা থেকে আগত নার্সারির বহুজাতিক চারাসহ ১৯ টি ষ্টল স্থান পায়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন এ্যাড. শেখ কামাল রেজা