বড়দলে ৪ গরু ও ইজিবাইক চুরি
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে একরাতে ৪টি গরু ও একটি ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।
এলাকার সংঘবদ্ধ চোরেরা শুক্রবার দিবাগত রাতে গোয়ালডাঙ্গা গ্রামের ভগিরথ গাইনের পুত্র ভন্টুর গোয়ালঘর থেকে একটি গাভী গরু এবং চম্পাখালী গ্রামের মৃত শিশুবর মন্ডলের পুত্র ধনঞ্জয় মন্ডলের গোয়ালঘর থেকে ৩টি গরু চুরি করে নিয়ে গেছে। অপরদিকে চোরেরা ফকরাবাদ
গ্রামের মৃত নকুল মন্ডলের পুত্র নিকুঞ্জ মন্ডলের বাড়িতে গাড়ি রাখার ঘরের ৩টি তালা ভেঙ্গে একটি ইজিবাইক চুরি করেছে। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ করা হয়নি। চুরির ঘটনায় এলাকার মানুষের মধ্যে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে।
Please follow and like us: