ইন্দোনেশিয়ায় ৬.৮ মাত্রার ভূমিকম্প, সুনামির আশঙ্কা
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৬.৮ মাত্রা। এমনটাই জানিয়েছে মার্কিন জিওলজিক্যাল সার্ভে। মার্কিন পর্যবেক্ষকদের মতে, সুনামি সৃষ্টিতে এই স্কেলের ভূমিকম্প যথেষ্ট শক্তিশালী।
শক্তিশালী ভূকম্পে দেশটির অনেকগুলো শহর কেঁপে ওঠে বলে জানায় কর্তৃপক্ষ।
বিবিসি জানায়, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে ৬.৮ রিখটার স্কেলে জাভা দ্বীপে এ ভূমিকম্প আঘাত হানে। রাজধানী জাকার্তাসহ দেশটির অনেকগুলো শহরে কম্পন অনুভূতি হয়। এতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এখন পর্যন্ত কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সুনামি সৃষ্টি আশঙ্কায় জাভা দ্বীপ ও এর আশপাশের এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে স্থানীয়দের।
গত বছর সেপ্টেম্বরে ভূমিকম্প এবং সুনামির আঘাতে দেশটির সুলাওয়েসি দ্বীপে দুই হাজারেরও অধিক মানুষ মারা যায়।
২০০৪ সালে ৯.১ রিখটার স্কেলের ভূমিকম্পের পর ভারত মহাসাগরে সৃষ্ট সুনামিতে দেশটির সুমাত্রা দ্বীপে নিহত হয়েছিল ১ লাখ ৭০ হাজার মানুষ।