সাতক্ষীরায় প্রতিবন্ধী দাবি আদায় পরিষদের সমাবেশ
সাতক্ষীরায় প্রতিবন্ধী দাবি আদায় পরিষদের উদ্যোগে ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন দাবি আদায় পরিষদের আহবায়ক আবুল কালাম আজাদ। এসময় বক্তব্য রাখেন, জেলা বাস্তহারালীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, মোঃ কওছার আলী, আব্দুস সাত্তার, মফিজুর রহমান, নুর জাহান খাতুন,
গোলাম রব্বানী, আলমগীর হোসেন, শফিকুল ইসলাম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, শ্যামনগর প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি মুনসুর আলী, সাধারণ সম্পাদক মন্টু মাস্টার, কোষাধ্যক্ষ মোজাফফর প্রতিবন্ধীদের ঘর ও ঋণ দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করে যাচ্ছে। এছাড়া সাতক্ষীরা সোনালী ব্যাংকের দুর্নীতিবাজ ম্যানেজার প্রতিবন্ধীদের ভাতা বিতরণের সময় প্রতিবন্ধীদের সাথে খারাপ আচারণ
করে। এবিষয়ে প্রতিবাদ করলে ম্যানেজার বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শণ করায় তার অপসারণ দাবি করেন। ঈদের পূর্বে তাকে অপসারণ না করা হলে সোনালী ব্যাংক প্রধান শাখার সামনে সড়ক অবরোধসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। এছাড়া নামধারী কয়েকটি প্রতিবন্ধীদের
সংগঠন তাদের কোন কার্যক্রম না থাকলেও বিভিন্ন স্থান থেকে প্রতিবন্ধীদের নামে চাঁদাবাজি করে যাচ্ছে। বক্তারা অবিলম্বের তাদের চাঁদাবাজি বন্ধের প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এসময় পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে দুইশতাধিক প্রতিবন্ধীদের মাঝে চাউল ও তেল বিতরণ করা হয়।