শ্যামনগরে যুব উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত
শ্যামনগরে উপজেলা পর্যায়ে যুব উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার সকাল ১০টায় শ্যামনগরের গ্রামীণ হোটেল কনভেনশন সেন্টারে ইউএসএআইডির খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রা প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত যুব সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলাম শহিদ।
এসময় উপজেলার ১২টি ইউনিয়ন থেকে আগত যুবক – যুবতীদের আত্মনির্ভরশীলতা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।
নবযাত্রা প্রকল্পের উপজেলা টেকনিক্যাল অফিসার আসাদুজ্জামান রিপনের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন মিয়া, সোনালী ব্যাংক শ্যামনগর শাখার ব্যবস্থাপক বিমল কৃষ্ণ সানা, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক ইনচার্জ বিষ্ণুপদ মন্ডল, প্রাণী সম্পদ কর্মকর্তা মাহবুবুর রশিদ, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা সাহজাহান কবীর, সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার রনজিৎ কুমার মন্ডল, মহিলা বিষয়ক সংগঠক আনিছুর রহমান, একটি বাড়ি একটি খামার প্রকল্পের ফিল্ড সুপারভাইজার প্রদীপ কুমার মন্ডল, নবযাত্রা প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর জাকির হোসেন, কোডেক প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর কামাল হোসেন, উইনরক ইন্টারন্যাশনালের কৃষি বিষয়ক কর্মকর্তা প্রফুল্ল কুমার সরকার, উপজেলা জেন্ডার অফিসার মমতা চক্রবর্তী প্রমুখ।