কলারোয়ার হোমিও চিকিৎসক শেখ ইমান আলির দশম মৃত্যুবার্ষিকী আজ
কলারোয়ার বিশিষ্ট হোমিও চিকিৎসক প্রয়াত শেখ ইমান আলির আজ দশম মৃত্যুবার্ষিকী। তিনি কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লুর পিতা। ২০০৯ সালের আজকের এই দিনে কলারোয়া হাসপাতাল সড়কের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি। তাঁর গ্রামের বাড়ি উপজেলার দেয়াড়া ইউনিয়নের পাটুলি। তিনি সুদীর্ঘ ৪৫ বছর ধরে সুনামের সাথে এ জনপদে হোমিও চিকিৎসা সেবা দান করে গেছেন। কর্মজীবনের শুরুতে তিনি ষাটের দশকে খোরদো হাইস্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলেও তিনি শিক্ষকতা করেন। কলারোয়া পশু হাট মোড়ে তাঁর হোমিও প্রতিষ্ঠানের নাম ছিলো ‘আলি হোমিও হল’। মরহুমের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার কলারোয়া উপজেলা পরিষদ জামে মসজিদে আছর নামাজ শেষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মরহুমের বড় ছেলে ও সাবেক পৌর কাউন্সিলর শেখ ফারুক আহমেদ সকলকে দোয়া অনুষ্ঠানে শরিক হওয়ার নিবেদন জানিয়েছেন।
Please follow and like us: