গদাইপুর সমাজকল্যান সংস্থার সদস্যদের সাথে এমপি রুহুল হকের মতবিনিময়
মেরুদন্ড ছাড়া মানুষ যেমন চলতে পারে না,তদ্রুপ শিক্ষা ছাড়া জাতি মাথা উঁচু করে দাড়াতে পারে না। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রয়োজন। আর এ জন্য পাঠাগার অনেক ভূমিকা পালন করে।
আশাশুনি উপজেলার নিভৃত পল্লীতে মানব কল্যান ও সুস্থ্যধারার সমাজ বিনির্মানে এগিয়ে এসেছে গদাইপুর সমাজ কল্যান সংস্থা।
সংস্থাটি স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন জ্ঞান অর্জনের জন্য পাঠাগার স্থাপনের পরিকল্পনা করে আসছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকাল তিনটার সময় বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের অফিস কক্ষে সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী,বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি, সাতক্ষীরা তিন আসনের এমপি ডাঃ আ.ফ.ম রুহুল হকের সাথে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।
মতবিনিময়-কালে উপস্থিত ছিলেন সংস্থাটির প্রধান উপদেষ্টা খারা ইউপি চেয়ারম্যান এস,এম শাহনেওয়াজ ডালিম,সভাপতি ফারুক হোসাইন,মোল্ল্যা বাড়ি জামে মসজিদের খতিব মাওঃ আবু জাফর,ঢাকা জর্জ কোর্টের জুনিয়র আইনজীবি মাসুদুর রহমান প্রিন্স,কোষাধ্যক্ষ আবু তাহের,তামিম ইকবাল প্রমুখ।প্রধান উপদেষ্টা বলেন সমাজে মাদক,জঙ্গি,ইভটিজিং,দূর্নীতি প্রতিরোধে পাঠাগারের বিকল্প নাই। গদাইপুর সমাজ
কল্যান সংস্থার সার্বিক উন্নয়নে আমি সব সময় আছি থাকবো।মতবিনিময় কালে প্রধান অতিথি এমপি ডাঃ আ.ফ.ম রুহুল হক বলেন যুব সমাজকে এগিয়ে নিতে এবং বাহ্যিক জ্ঞান অর্জনের জন্য পাঠাগার অত্যান্ত গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। তিনি গদাইপুর সমাজ কল্যান সংস্থার পাঠাগার নির্মান,গদাইপুর জেহের আলী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সংস্থাটির সভাপতি ফারুক হোসাইন বলেন এমপি মহোদেয়র পাঠাগার নির্মানের যে স্বপ্ন দেখিয়েছেন তাতে সংস্থারটি যেন মরুর বুকে সতেজ ফুলের আভাস। তিনি এমপি মহোদয়ের দীর্ঘায়ু কামনা করে ফুলের তোড়া উপহার দেন।