আবু আহমেদ কে গণতান্ত্রিকভাবে বাস মালিক সমিতির সদস্য পদ থেকে বাতিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির আহবায়ক অধ্যক্ষ আবু আহমেদ কে গণতান্ত্রিকভাবে সমিতির সদস্য পদ বাতিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১১টায় সাধারণ মালিক ও শ্রমিকদের আয়োজনে বিক্ষোভ মিছিলটি খুলনা রোড মোড় হতে বের শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা শহীদ আব্দুর আব্দার রাজ্জাক পার্কে গিয়ে শেষ।
সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি অধ্যক আবু আহমেদ, সাবেক সহ-সভাপতি ও জেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক আসাদুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক প্রাণ নাথ, শাহিন প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ তাদের বক্তব্য বলেন, সাতক্ষীরা জেলা বাস মালিক সমিতি বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগের এক সময়ের বহিস্কৃত নেতা সাইফুল করিম সাবু ও গোলাম মোর্শেদ কর্তৃক সম্পূর্ণ অবৈধভাবে দখল করে রেখেছেন। অনতিবিলম্ব এই অবৈধ কমিটিকে হটিয়ে বৈধ কমিটি দ্বারা নির্বাচন দিয়ে নির্বাচিত কমিটির কাছে ক্ষমতা প্রদান করার জন্য প্রশাসনের অনুরোধ জানানো হয়। তা নাহলে আগামি ঈদুল ফিতরের পরে সাতক্ষীরায় দূর্বার আন্দোলন গড়ে তোলার আল্টিমেটাম দেওয়া হয়।
৩০.০৫.২০১৯