সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের অভিযানে ২১৫ বোতল ফেনসিডিলসহ এক জন আটক
২১৫ বোতল ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায় কে আটক করেছে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। শুক্রবার ভোরে গোপন সংবাদেও ভিত্তিতে সাতক্ষীরা সদরের বকচারা বাইপাস সড়কের মাহী কফি হাউজ এলাকায় অভিযান চালিয়ে,শংকর গাইন (৪৭) কে দুশো ১৫ বোতল ফেনসিডিলসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।আটক বেক্তি সদর উপজেলার খেজুরডাঙ্গা গ্রামের মৃতঃ জগদীশ চন্দ্র গাইন এর ছেলে শংকর গাইন।
জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক আলি আহমেদ হাসেমী জানান,গোপন সূত্রে খবর পেয়ে তিনি এস আই রিয়াদুল ইসলাম,এএসআই রাজু আহম্মেদ,এএসআই মাজেদুল ইসলামসহ সঙ্গীয়ো পুলিশ সদস্য নিয়ে বকচারা বাইপাস সড়কের মাহী কফি হাউজ এলাকায় অভিযান চালান। এ সময় পরানদা থেকে নিয়ে আসা বস্তা ভর্তি ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করাহয়। তিনি জানান তার বিরুদ্ধে মামলা হয়েছে।
Please follow and like us: