কলারোয়ায় যুবকের ওপর প্রতিপক্ষের হামলা
সাতক্ষীরার কলারোয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে যুবককে কুপিয়েছে প্রতিপক্ষ। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ওই যুবককে কলারোয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ইমরান হোসেনর বাবা রফিকুল ইসলাম বাদি হয়ে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, আহত ইমরান হোসেনের বাবা রফিকুল ইসলামের সাথে প্রতিপক্ষ হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা গ্রামের মৃত সেকান্দার দফাদারের ছেলে নূরুল ইসলাম ও তার ছেলে কলেজ শিক্ষক ফারুক হোসেনের জমিজমা নিয়ে বিরোধ ছিলো। সেজন্য তারা প্রায়ই ইমরানের পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছিলো। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে তারা ইমরানের উপর আকস্মিক হামলা চালায়।
এ সময় অভিযুক্ত ফারুক হোসেন ইমরানকে এলোপাতাড়ি মারতে থাকে। পরে সে দা দিয়ে ইমরানের মাথায় কোপ মারার চেষ্টা করে, ইমারান হাত দিয়ে ঠেকাতে গেলে তার হাতে দায়ের কোপ লাগে। এতে গুরুতর আহত হয় সে। প্রতিপক্ষরা ইমারানের শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে এবং ইমরানের মোবাইল ভেঙ্গে ফলে। পরে স্থানীয়রা ইমরানের বাবাকে খবর দিলে তিনি এসে অজ্ঞান অবস্থায় ইমরানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে অভিযুক্ত ফারুক হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। আমরা ইমরানকে মারিনি বরং ইমরানই আমাকে মারধর করেছে। আহত অবস্থায় আমি এখন হাসপাতালে ভর্তি আছি।
এ ব্যাপারে কলারোয়া থানার এসআই সুবীর কুমার ঘোষ বলেন, বাঁশ কাটা নিয়ে তারা নিজেদের মধ্যে মারামারি করেছে। উভয় পক্ষই এ ব্যাপারে থানায় অভিযোগ দিয়েছেন। আমি হাসপাতালে যেয়ে উভয় পক্ষের সাথে কথা বলেছি। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।