কুল্যার মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা
উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি রক্ষার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে আশাশুনি উপজেলার কুল্যার মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। শুক্রবার বিকালে আদালত পরিচালনা করা হয়।
কুল্যার মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা কালে কয়েকটি মটরসাইকেলে বিভিন্ন প্রার্থীর প্রতীক সম্বলিত ফ্লাক রাখায় আটক করে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্যা তাদেরকে নির্বাচনী আচরণ বিধি সম্পর্কে প্রাথমিক ধারণা দেন এবং ভবিষ্যতে আচরণ বিধি লঙ্ঘন না করার জন্য সর্তক করেন। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্যা সাংবাদিকদের জানান, ছোট-খাট নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের ব্যাপারে সকলকে সতর্ক করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোন বড় ধরণের আচরণ বিধি লঙ্ঘন চোখে পড়েনি। অভিযান পরিচালনাকালে খুলনা র্যাব-৬ (সাতক্ষীরা ক্যাম্প) এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us: