কালিগঞ্জ উপজেলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক মাঠ মহাড়া অনুষ্ঠিত
কালিগঞ্জ উপজেলায় সাইক্লোন বা ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক মাঠ মহাড়া অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ সোমবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ মাঠে সুন্দর মনোরম পরিবেশে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থপনা কমিটির আয়োজনে ও ইউএসএআইডির খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রা এর বাস্তবায়নে ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক মাঠ মহাড়া সাগর পাড়ের গল্প বাস্তবধর্মী একটি নাটিকা উপস্থাপন করা হয়। মহড়াটি উপভোগ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, উপ-সহকারী প্রকৌশলী আশরাফ হোসেন, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, নবযাত্রার ইমরান হোসেন, মুকুল কান্তি বিশ্বাস সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, নবযাত্রা প্রকল্পের নেতৃবৃন্দ সহ কয়েক হাজার মানুষ দুর্যোগ বিষয়ে মহাড়া উপভোগ করেন।