দেবহাটায় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালী ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত
দেবহাটায় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী,আলোচনা সভা,চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।রোববার সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে দেবহাটা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তার বাস্তবায়নে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফিরে এসে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এসময় দেবহাটা উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা শফিউল বশার,উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট,দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব,সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন,উপজেলা কৃষি কর্মকর্তা জসীম উদ্দীন,মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান,সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন,দেবহাটা বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল সহ সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা।