দেবহাটায় ইমামদের সাথে চেয়ারম্যান প্রার্থী গনি’র নির্বাচনী মতবিনিময়
আসন্ন দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী,বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি উপজেলা ইমাম সমিতির নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার সকাল ১০ টায় সখিপুরস্থ খাজা ওয়ার্ছী কোল্ড স্টোর চত্বরে উপজেলার বিভিন্ন মসজিদের ইমামদের সাথে মতবিনিময় করেন তিনি। মতবিনিময়কালে জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম,নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক হাফেজ আব্দুস সবুর, উপজেলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আব্দুর রহমান, আহছানিয়া মিশন জামে মসজিদের ইমাম হাফেজ ফজর আলী, হাফেজ আমিরুল ইসলাম, হাফেজ হাবিবুল্লাহ, মুফতি জিয়াউর রহমান, মাও: ফরিদ হোসেন, মাও: মুরাদ হোসেন, পারুলিয়ার ইউপি সদস্য সাহেব আলী ভ্রমর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।