আশাশুনিতে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩
আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী ও অপর এক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে পাঠান হয়েছে।
অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে আশাশুনি থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে এসআই হাসানুজ্জামান, এএসআই কবির হোসেন অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবাসহ পাইকগাছা উপজেলার কালিদাসপুর গ্রামের মৃত আলি গাজীর ছেলে শহিদুল গাজীকে আশাশুনি বাজার হতে গ্রেফতার করে।
এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬(২)১৯ নং মামলা রুজু করা হয়েছে।
এএসআই তরুণ কৃষ্ণ পৃথক অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ আশাশুনি সদরের রহিম শেখের ছেলে নাসিম শেখকে ইউনিয়ন পরিষদের সামনের রাস্তা হতে গ্রেফতার করেন।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। অপর দিকে এএসআই মাহাবুব হাসান অভিযান চালিয়ে বুধহাটা গ্রামের আবুল হোসেন ওরফে আবুল কাশেম সরদারের ছেলে সালাউদ্দিন সরদার (২৬) কে গ্রেফতার করেছেন।