কালিগঞ্জে এস এস সি ও সমমান পরীক্ষায় ৩ হাজার ৮শত ১৬ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ৩ হাজার ৮ শত ১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। সারাদেশের ন্যায় কালিগঞ্জ উপজেলাতেও শনিবার (২ ফেব্রুয়ারি) শুরু হয়েছে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা। এবছর পরীক্ষা চলাকালীন সময়ে ফটোস্ট্যাট মেশিন ও কোচিং সেন্টার এক মাস বন্ধ থাকবে। কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসসূত্রে জানাগেছে, এবছর উপজেলার মূল ৫টি ও ভ্যানু ২ টি মোট ৭টি কেন্দ্রের মধ্যে কালিগঞ্জ সরকারী মাধ্যমিক বিদ্যালয় ও কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ে ১ হাজার ৭শত ৫৫ জন, (৮৭৫ ছাত্র,৮৮০ ছাত্রী), নলতা কেন্দ্রে ৭ শত ৪৪ জন (৩৬২ ছাত্র,৩৮২ ছাত্রী), চাম্পাফুল কেন্দ্রে ৪ শত ৮১ জন(২৩৩ ছাত্র, ২৪৮ ছাত্রী)। এছাড়া দাখিল পরীক্ষায় নাসরুল উলুম সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ৪৩৩ জন,(১৮০ ছাত্র, ২৫৩ ছাত্রী), নলতা আল্ম মাদ্রাসা কেন্দ্রে ২ শত ৭১ জন (১৪০ ছাত্র, ১৩১ ছাত্রী), কারিগরি ও ভোকেশনাল পরীক্ষায় ১ শত ৭২ জন( ১৪৭ ছাত্র, ২৫ ছাত্রী) শিক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও অনুপস্থিত ছিল মোট ৮ জন পরীক্ষার্থী।

এ বছর এসএসসি পরীক্ষা নকলমুক্ত, সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা নেওয়ার জন্য ইতিপূর্বে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের ২শ গজের মধ্যে জন সাধারণ প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলার সকল ফটোস্ট্যাট মেশিন ও কোচিং সেন্টার এক মাস বন্ধ থাকবে। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন কালিগঞ্জে এস এস সি, দাখিল, কারিগরি ও ভোকেশনাল পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কোনো প্রকার অপরাধ বরদাস্ত করা হবেনা।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)