সাতক্ষীরা জেলা কিন্ডারগার্টেন ওনার্স এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলা কিন্ডারগার্টেন ওনার্স এ্যাসোসিয়েশনের বার্ষিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৪ডিসেম্বর) সকালে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে সাতক্ষীরা জেলা কিন্ডারগার্টেন ওনার্স এ্যাসোসিয়েশন এই বৃত্তি পরীক্ষা আয়োজন করে।
সাতক্ষীরা জেলার ২২টি স্কুল থেকে প্রায় নয় শতাধিক শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কোমলমতি শিক্ষার্থীরা বার্ষিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।প্রতি বছরের ন্যায় এবারো সকাল দশটা থেকে দু’ঘন্টা ধরে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।বৃত্তি পরীক্ষায় পর্যবেক্ষক হিসাবে বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা কিন্ডারগার্টেন ওনার্স এ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও কেন্দ্র সচিব সাতক্ষীরা কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক আলহাজ্ব মো.রফিকুল হাসান,জেলা কিন্ডারগার্টেন ওনার্স এ্যাসোসিয়েশনের সভাপতি মীর কওছার আলি সাধারণ সম্পাদক মো.আমিরুল ইসলাম,বার্ষিক বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক ওমর খাত্তাব, মো.তরিকুল ইসলাম,হোসনে আরা,এস এম মাহাবুব আলম প্রমুখ।
সাতক্ষীরা জেলা কিন্ডারগার্টেন ওনার্স এ্যাসোসিয়েশনের সভাপতি মীর কওছার আলি বার্ষিক বৃত্তি পরীক্ষা সম্পর্কে বলেন,কোমলমতি ছাত্র-ছাত্রীদের পরীক্ষাটি তাদের মেধা বিকাশ ঘটাতে অনেক সাহায্য করবে,এছাড়াও এখন থেকেই তারা প্রতিযোগিতা মূলক মনোভাবে তৈরি হয়ে উঠবে।যা তাদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন,মো. আবুল কাশেম,বাবু উদয় নারায়ণ ঘোষ,শাহাজান কবির,রাফিজা খাতুন,মোকলেসুর রহমান,হাফিজুর রহমান,শফিউল ইসলাম,রীনা রানী রায়,মো. আবদুল হাই,রাশিদা খাতুন প্রমুখ ।