ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন এমপি রুহুল হক

কলিমাখালি আইডিয়াল প্রি-ক্যাডেট এ্যান্ড হাইস্কুলে ২০১৭ সালে বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় বাংলাদেশ ক্যাডেট এ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপির প্রেস সচিব ও সাতক্ষীরা-৩ আসনের অ্যাম্বাসেডর তোষিকে কাইফু,কলিমাখালি আইডিয়াল প্রি-ক্যাডেট এ্যান্ড হাইস্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল ইসলাম বাবলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁকড়াবুনিয়া ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আসাদুজ্জামান, মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরিমল সূধা মন্ডল।

এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী ও বিদায়ী শিক্ষার্থীদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা জানান। এবং তাদের অদূর ভবিষ্যতের সাফল্য কামনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ,ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কলিমাখালি আইডিয়াল প্রি-ক্যাডেট এ্যান্ড হাইস্কুলের প্রতিষ্ঠাতা, কলিমাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাত্তন প্রধান শিক্ষক লুৎফর রহমান।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)