সাতক্ষীরায় সয়াবিন, সূর্যমুখী ও তিসি ফসলের উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত
সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উপকূলীয় লবণাক্ত এলাকায় অপ্রচলিত তেল ফসল সয়াবিন, সূর্যমুখী ও তিসি ফসলের আধুনিক চাষাবাদ কলাকৌশলের উপর উপজেলা কৃষি অফিসার ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের নিয়ে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের আয়োজনে মঙ্গলবার সকালে সাতক্ষীরার বিনেরপোতাস্থ কৃষি গবেষণা কেন্দ্রে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর তৈলবীজ গবেষণা কেন্দ্রের পরিচালক ড. লুৎফর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার নুরুল ইসলাম, গাজীপুর তৈলবীজ গবেষণা কেন্দ্রের কর্মসুচি পরিচালক ড. মোবারক আলী, বিনোরপোতা কৃষি
গবেষনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ইসহাকুল ইসলাম প্রমুখ। এ কর্মশালায় জেলার ৭টি উপজেলার কৃষি অফিসার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
কৃষি গবেষকরা এ সময়, উপকুলীয় লবনাক্ত এলাকায় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সয়াবিন, সূর্যমুখী ও তিসিসহ বিভিন্ন তেল ফসলের উন্নত চাষাবাদ ও কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।