মেরিনা আক্তারের হস্তক্ষেপে কলারোয়ায় শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের জুয়ার আসর বন্ধ!
সাতক্ষীরার কলারোয়ায় শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে অবৈধ জুয়ার বোর্ড পরিচালনা করার সংবাদ পত্রিকায় প্রকাশ হবার পর অবশেষে অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মেরিনা আক্তারের হস্তক্ষেপে এবং কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহম্মদের কঠোর অভিযানে জুয়ার বোর্ড বন্ধ হয়েছে।
একই সাথে আগামীতে যাতে জুয়ার বোর্ড বসাতে না পারে সেজন্য জুয়ার পরিচালকদের হুঁশিয়ার করে দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, কলারোয়ায় শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে জুয়ার বোর্ড চলছে এমন মৌখিক অভিযোগের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার বিষয়টি তৎক্ষনিক কলারোয়া থানার ওসিকে অবগত করেন।
সেই মোতাবেক থানার ওসি মারুফ আহম্মদের নেতৃত্বে পুলিশের একটি দল ইউনিয়ন কার্যালয়ে গিয়ে অবৈধ জুয়া খেলা (বোর্ড) বন্ধ করে দেন এবং পরবর্তীতে জুয়ার বোর্ড না বসানোর জন্য হুশিয়ার করে দেন।
এদিকে পুলিশের দক্ষ ভূমিকায় শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে অবৈধ জুয়ার বোর্ড বন্ধ করে দেয়ায় পুলিশকে সাধুবাদ জানিয়েছেন সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
Please follow and like us: