শোভনালী ইউনিয়নে জেএসসি ও জেডিসিতে ৪২৩ জন পরীক্ষার্থীর অংশ গ্রহণ

সমগ্র দেশের ন্যায় আশাশুনির শোভনালী ইউনিয়নে ও গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু।জানা যায় শোভনালী ইউনিয়নের ৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩টি দাখিল মাদ্রাসা থেকে মোট ৪২৩জন ছাত্র/ছাত্রী জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ গ্রহণ করবে।এর মধ্যে সরাপপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় থেকে ৩০জন ছাত্র ও ৪৬জন ছাত্রী মোট ৭৪জন।সরাপপুর মশিউরিয়া দাখিল মাদ্রাসা থেকে ১১জন ছাত্র ও ৩৫জন ছাত্রী মোট ৪৬জন।বদরতলা জেসি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৪৭জন ছাত্র ও ৭১জন ছাত্রী মোট ১১৮জন। বসুখালী দারুল উলম মাদ্রাসা থেকে ২৩জন ছাত্র ও ৩২জন ছাত্রী মোট ৫৫জন। গোঁদাড়া আল মাদানী দাখিল মাদ্রাসা থেকে ১৯জন ছাত্র ও ২৩জন ছাত্রী মোট ৪২জন। গোঁদাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ১৮জন ও কামালকাটী মাধ্যমিক বিদ্যালয় থেকে ৭০জন ছাত্র/ছাত্রী অংশ গ্রহণ করবে।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)