সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি জেলে ও অস্ত্র উদ্ধার

সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে কৈখালী কোস্টগার্ড সদস্যরা বনদস্যু মামুন বাহিনীর বিরুদ্ধে এক সফল অভিযান চালিয়েছে। আজ বুধবার সকাল ১০টা হইতে বিকাল ৫টা পর্যন্ত ৮ ঘন্টা ব্যপী সুন্দরবনে মৌখালী, চুনকুড়ী, চুনকুড়ীর মাথা, গোলাখালী, মাথা ভাঙ্গা, হরিনগর ও মীর গাং এলকায় অভিযান চালানো হয়। এ সময়ে কোস্টগার্ড সদস্যরা মামুন বাহিনীর ডেরায় জিম্মি এক জেলেকে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত জেলে হলেন- মুন্সিগঞ্জ ইউনিয়নের চুনকুড়ি গ্রামের জাকের মোড়লের ছেলে রুহুল আমিন মোড়ল (৫০)। উদ্ধারকৃত জেলেকে মুন্সিগঞ্জ ইউপি ৮নং ওয়ার্ড সদস্য আনারুলের কাছে হস্তান্তর করা হয়েছে।
মোংলা কোস্টগার্ড অপারেশন অফিসার লেঃ আব্দুল্যাহ-আল-মাসুদ জানান, সুন্দরবনে বনদস্যু মামুন বাহিনী অবস্থান নিশ্চিত হয়ে কৈখালী কোস্টসার্ড পেটি অফিসার আমির হোসেন এর নেতৃত্বে সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি আঁচ পেয়ে মামুন বাহিনী অস্ত্র ও মালামাল ফেলে গহিন সুন্দরবনে সটকে পড়ে। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থল তল্লাশি করে ৪টি দেশীয় তৈরি বন্দুক ও বনদস্যুদের ব্যবহৃত একটি নৌকা উদ্ধার করে।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)